সরকারি হস্তক্ষে’পের কথা জানিয়ে ‘শ্রীলঙ্কান ক্রিকেটের সদস্যপদ স্থগিত ক’রেছে আন্তর্জাতিক’ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আই’সিসি)।শুক্রবার’ (১০ নভেম্বর) আইসিসির
এক সভায় এ’ই সিদ্ধান্ত নেও’য়া হয়।আইসিসির নিয়ম অনুযায়ী, কো’নো দেশের সর’কার সে দেশের ক্রিকেট বোর্ডের ওপ’র কোনো হস্তক্ষে’প করতে পারবে না।তবে
শ্রীলঙ্কান সরকা’র আগেও ‘এ ‘নিয়ম ভঙ্গ করায় দেশটির ক্রিকেট বো’র্ডকে দেওয়া সুযো’গ-সুবিধা বাতিল করেছিল আইসিসি।’এ বিষয়ে’ দেওয়া এক বিবৃতিতে আইসিসি
বলছে, ‘আ’ইসিসি বোর্ড স’ভায় আজ সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রি”কেট সদস্য হি’সেবে গুরুত্বপূর্ণ বিধি-নিষেধ লঙ্ঘন করেছে।” বিশেষ করে,” ক্রিকেট প্রশাসনকে
সরকারি হ”স্তক্ষেপের বাই”রে থাকার প্রয়োজন ছিল। সময়মতো এ”ই স্থগিতাদেশে”র শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি” বোর্ড।’প্রস”ঙ্গত, শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে
কঠোর চাপে”র মধ্যে রাখে দে”শটির সরকার। চলমান বিশ্বকাপে “শ্রীলঙ্কার খারা”প” পারফর্ম্যান্সের কারণে ক্রিকেট বোর্ডকে ভে”ঙে দেয় দেশটি”র সরকার। পাশাপাশি সেখানে
অর্জুনা রা”নাতুঙ্গাকে প্রধান” ক”রে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন” করে দেয় সর”কার। যদিও এ ঘটনার
একদিন প”রেই আদালত সর”কারের এ সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে এবং” ক্রিকেট বো”র্ডকে পুনর্বহালের আদেশ দেয়।