শান্তির মধ্য দিয়েই সব সমস্যার সমাধান হবে: প্রধানমন্ত্রী

শান্তির মধ্য দিয়েই সব সমস্যার সমাধান হবে, এটাই প্রত্যাশা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিশ্বে শান্তি ফিরে আসুক, এমনটাই প্রত্যাশা।

রোববার (২৮ মে) বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়, দেশ এখনও জাতির পিতার এ নীতিতে চলে। সারাবিশ্বে শান্তি রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ।

এ সময় শেখ হাসিনা বলেন, এদেশে কোনো হতদরিদ্র থাকবে না। ভূমিহীন, গৃহহীন থাকবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে শান্তি পদক প্রবর্তনের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে যারা শান্তি প্রতিষ্ঠায় কাজ করে, তাদের সম্মান জানাতে এ পুরস্কার দেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *