রেললাইনে খেলছিল শিশু, বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন চাচাও

যশোরে ট্রেনে কাটা পড়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদরের ধোপাখোলা বাউল কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন-ধোপাখোলা এলাকার মৃত আনোয়ার বিশ্বাসের ছেলে আমিরুল ইসলাম (৫৫) ও একই এলাকার মনিরুল ইসলামের ছেলে মোহাম্মদ ইউসুফ (১৬ মাস)। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা।

যশোর রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানিয়েছেন, যশোর সদরের ধোপাখোলা বাউল কান্দা এলাকায় বেনাপোল টু যশোর রেললাইন। রেললাইনের পাশেই নিহতদের বাড়ি। দুপুর ১২টার দিকে রেললাইনে বসে শিশু ইউসুফ খেলা করছিল। এসময় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনটি চলে আসে।

তিনি আরও বলেন, তখন শিশুটিকে বাঁচাতে গিয়ে তার চাচা আমিরুল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আর গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *