রিজার্ভ ঘাটতি’ পুষিয়ে দিচ্ছে’ রেমিট্যান্স!

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে’ রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন বাংলাদেশি প্রবাসীরা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০৯ কোটি’ ডলার পাঠিয়েছেন তারা। দেশীয় মুদ্রায় যা ১৯ হাজার ৭৯২ কোটি ৩০ লাখ টাকা। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ’ প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে গত অর্থবছরের শেষ মাস জুনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮৩ কোটি ৭০ লাখ’ ডলার। সে হিসাবে জুন অপেক্ষা জুলাই মাসে ২৫ কোটি ৩০ লাখ ডলার বেশি রেমিট্যান্স’ এসেছে। আর ২০২১ সালের জুলাইয়ে ১ দশমিক ৮৭ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা যা তার আগের মাস জুনের চেয়ে ১৯ দশমিক’ ৭৫ শতাংশ বেশি।

ওই মাসে ১ দশমিক ৮৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল দেশে। ২০২০ সালের জুলাইয়ে’ ২ দশমিক ৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। তবে ২০২১-২২ অর্থবছরের নেতিবাচক অবস্থায় ছিলো রেমিট্যান্স প্রবাহ’ যা চলতি অর্থবছরের প্রথম মাসে আশার সঞ্চালন করেছে। ২০২১-২২ অর্থবছরে দেশে’ মোট ২ হাজার ১০৩ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। যা তার আগের অর্থবছরের চেয়ে ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার কম। তার আগের’ অর্থবছরে (২০২০-২০২১) এসেছিল ২ হাজার ৪৭৮ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা’ বলছেনসরকার রেমিট্যান্স পাঠাতে বিভিন্ন নীতিসহায়তা দিয়ে আসছে। যার মধ্যে নগদ প্রণোদনা উল্লেখযোগ্য। এর ফলে অর্থবছরের’ প্রথম মাসেই রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে। এছাড়া ঈদের’ মাস হওয়ায় এ মাসে তুলনামূলক বেশি রেমিট্যান্স এসেছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *