রাজশাহীতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হাত-পা ও চোখ বেঁধে পানিতে চুবিয়ে নির্যাতনের অভিযোগ (ভিডিও)

রাজশাহীর চারঘাটে টাকা চুরির অপবাদ দিয়ে দুই যুবককে হাত-পা ও চোখ বেঁধে পানিতে চুবিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে পৃথকভাবে নির্যাতনের সময় ভুক্তভোগীদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও জানা গেছে।

নির্যাতনের শিকার হয়েছেন- শলুয়া ইউনিয়নের মোহন (১৮) ও তার প্রতিবেশী মছু (২০)। এদের মধ্যে, মোহনকে ডোবার মাটিতে পুঁতে এবং পরে হাত-পা বেঁধে পানিতে ডুবিয়ে নির্যাতন করা হয়। আর, মছুকে চোখ-মুখ বেঁধে পেটানোর অভিযোগও পাওয়া গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশীর টাকা অপবাদ দিয়ে ওই এলাকার সাবেক ইউপি সদস্য মুক্তার ইন্ধনে মোহন ও মছুকে তুলে নিয়ে যায় চারঘাটের শলুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর ওয়াদুদ (শুভ) ও তার সহযোগিরা।

এরপর, বামনদীঘি বিলে নিয়ে হাত-পা ও চোখ-মুখ বেঁধে বিলের পানিতে ডুবিয়ে নির্যাতন করে টাকা দেয়ার স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে অভিযুক্ত শুভ। নির্যাতনের সময়কার ঘটনা মুঠোফোনে ভিডিও করে সে। এ প্রসঙ্গে চারঘাট থানার ওসি মাহবুবুল আলম বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। তবে কোনো অভিযোগ পাইনি। কাউকে নির্যাতনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

One thought on “রাজশাহীতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হাত-পা ও চোখ বেঁধে পানিতে চুবিয়ে নির্যাতনের অভিযোগ (ভিডিও)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *