যারা বলে অর্থনীতির অবস্থা ভালো না, তারা অর্থনীতি পড়েন নি’

‘যারা বলে অর্থনীতির অবস্থা ভালো না, তারা অর্থনীতি পড়েন নি’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সৌজন্য সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘এদেশে কোনো খাতে বিনিয়োগ করে, বিনিয়োগকারীরা ফেইল করেছে? তিনি বলেন, ‘যারা আসছেন দেখা করতে তারা বিভিন্ন খাতের বিনিয়োগকারী। তারা বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করতে চায়।’
তিনি জানান, বাংলাদেশে সয়াবিন উৎপাদন ও রপ্তানিতে বিনিয়োগ করার আগ্রহ দেখিয়েছেন মার্কিন বিনিয়োগকারিরা। মেইড ইন বাংলাদেশ উদ্যোগকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রম শক্তিকে ব্যবহার করার জন্য অবাধ আমদানির সুযোগ সীমিত করা হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জিনিসপত্রের দাম বাড়লেও বাংলাদেশ অনেক ভালো আছে। জিনিসপত্রের দাম বাড়ছে৷ ইউক্রেনে যুদ্ধ চলছে, কিন্তু যুদ্ধ কবে শেষ হবে কেউ জানে না। একটি অনিশ্চয়তার ভেতরে  কতদিন অর্থনীতি ভালো চালাবেন? সবাই বলছে বাংলাদেশের অর্থনীতি ভালো চলছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তারা কৃষি, গ্যাস, অটোমেবাইলস খাতে বিনিয়োগ করতে চায়। তারা আমাদের সয়াবিনের উৎপাদন ও রপ্তানিতে আগ্রহ জানিয়েছে। ভিসা কোম্পানি এসেছিল, তারা ডিজিটাল পেমেন্ট সিস্টেমে আমাদের সহযোগিতা চেয়েছে। তারা বলেছে, সামনে বাংলাদেশে একটি কনজ্যুমারসের বড় মার্কেট হবে৷ এখানেও তারা বিনিয়োগ করতে আগ্রহী। তারা মনে করে বিনিয়োগ ক্ষেত্রে বাংলাদেশ উর্বর ভূমি। তারা মেট লাইফ সব বিভিন্ন ইনসুরেন্সেও বিনিয়োগে আগ্রহী৷ ভবিষ্যতে তারা আরও বেশি বিনিয়োগ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *