মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় নারী দিয়ে ফাঁদ পেতে অশ্লীল ভিডিও ধারণ ও জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ মে) বিকেলে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিবির ওসি মোশারফ হোসেন প্রমুখ।
daraz
পুলিশ জানায়, নিজনান্দুয়ালী এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে চক্রের মূলহোতা শাহিনুর শেখ ও দুই সহযোগী জুলেখা, নদী নামের দুই নারীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, ‘দীর্ঘদিন ধরে এভাবে তারা প্রতারণা করে আসছিল। প্রথমে মোবাইল ফোনে অপরিচিত মানুষের প্রেমের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে দেখা করার কথা বলে নতুন বাজার এলাকায় ডেকে নিয়ে এনে আটকে রেখে অশ্লীল ভিডিও ধারণ ও আপত্তিকর ছবি তোলা হতো। পরে মুক্তিপণ দাবি করতেন।
পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ জানান, আটককৃত শাহিনের মোবাইল ফোনে কয়েকজনের অশ্লীল ভিডিও পাওয়া গেছে।