মালয়েশিয়ায় ব্যস্ত রাস্তায় বিমান বিধ্বস্ত, পাইলটসহ সব আরোহীর মৃত্যু

মালয়েশিয়ার সেলাঙ্গার রাজ্যের ব্যস্ততম রাস্তায় ছোট একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ আগস্ট) এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৯ আরোহীর মৃত্যু হয়। খবর ডেইলি মেইলের।

বিষয়টি নিশ্চিত করে শাহ আলম জেলার পুলিশ প্রধান। তিনি জানান, বিমানটিতে থাকা সব আরোহীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬ জন যাত্রী, দু’জন ক্রু এবং একজন পাইলট। কিন্তু তাদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।

বিমানটি বিধ্বস্তের পর রাস্তায় থাকা যানবাহনও ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। অবশ্য, এ ঘটনায় কোনো পথচারী আহত হননি। দুর্ঘটনার পরই বন্ধ রাখা হয়েছে ওই রাস্তাটির যান চলাচল। ফায়ার ব্রিগেড, পুলিশ কর্মকর্তারাও ঘেরাও করে রেখেছেন গোটা এলাকা।

বিমানটি রিসোর্ট সিটি লাংকাউই থেকে সেলাঙ্গারের দিকেই যাচ্ছিল বলে জানা গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে এটি দুর্ঘটনার শিকার হয়।

নিউজগুলো সবার আগে পেতে আমাদের Telegram এবং WhatsApp জয়েন করুন 👇https://t.me/BartarBazarNews

https://chat.whatsapp.com/JJ0aPiQavfsDbOGfI0CzpE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *