মালয়েশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০

মালয়েশিয়ায় ছোট আকৃতির একটি বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ব্যস্ত মহাসড়কের উপর বিধ্বস্ত হয়েছে। বিমানটি রাস্তার ওপর একটি চলন্ত গাড়ি ও মোটরসাইকেলের ওপর পড়ে যায়। এতে রাস্তায় থাকা গাড়ি ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জন।

সেলেংগর রাজ্যের পুলিশ প্রধান কম দাতুক হুসেইন ওমর খান জানিয়েছেন, বৃহস্পতিবার (১৭ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটের দিকে এলমিনা শহরে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি।

তিনি বলেন, লানগকাউই থেকে উড্ডয়ন করা বিমানটি কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে সুবাংয়ের সুলতান আবদুল আজিজ শাহ বিমানবন্দরে অবতরণের অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু বিমানটি রাস্তার ওপর ভেঙে পড়ে সেখানে থাকা গাড়ি ও মোটরসাইকেলে আঘাত করে।

বিমানটি রাস্তার ওপর বিধ্বস্ত হওয়ায় একটি প্রাইভেটকারের চালক ও একজন মোটরসাইকেল চালকও এতে প্রাণ হারান।

নিউজগুলো সবার আগে পেতে আমাদের Telegram এবং WhatsApp জয়েন করুন 👇https://t.me/BartarBazarNews

https://chat.whatsapp.com/JJ0aPiQavfsDbOGfI0CzpE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *