মাঝ আকাশে বিমানের ইঞ্জিন বন্ধ করে বিধ্বস্তের চেষ্টা পাইলটের

মাঝ আ’কাশে ই’ঞ্জিন বন্ধ করে বিমান বিধ্ব’স্ত করার চেষ্টা করেছেন এক পাইলট।’ তিনি অ’বশ্য বিমান চালনার সঙ্গে যু’ক্ত ছিলেন না। তিনি অফ-ডিউটি পা’ইল’t হিসেবে ককপিটের ভেতর’ বসা ছিলেন।

 

 

ঘটনাটি ঘটেছে মার্কিন যু’ক্তরাষ্ট্রে। খবর বিবিসির।প্রতিবেদনে ব’লা হয়, গত রোববার ওয়াশিংটন’ থেকে সানফ্রান্সিসকোগামী যুক্তরা’ষ্ট্রের আলাস্কা এয়ারলাইন্সের একটি বিমা’নে এমন ঘটনা ঘটে।

 

 

তবে ইঞ্জিন ব’ন্ধ করার চেষ্টা করা ওই পাইলটকে’ তাৎক্ষণিকভাবে নিবৃত্ত করা হয়।পুলি’শ জানিয়েছে, ওই পাইলটের ‘নাম জোসেপ ডেভিড এমারসন (৪৪)। তিনি বি’মান বিধ্বস্তের চেষ্টা চালা’নোয় তার বিরুদ্ধে ৮৩টি ধারায়

 

 

হত্যাচেষ্টার অভিযো’গে মামলা করা হয়েছে’। মাঝ আকাশে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বিমা”নটি দ্রুত ওরেগনের ‘পোর্টল্যান্ড বিমানবন্দরে অবতরণ করান পাইলট’।

 

 

এ ছাড়া এয়ার ট্রাফিক ক’ন্ট্রোলে সতর্কতা বার্তা পাঠান তিনি। বিমান অ’বতরণ করার সঙ্গে সঙ্গে সেখা’নে পুলিশ পাঠানোর অনুরোধও জানান ওই’ পাইলট।এয়ার ট্রাফিক ক’ন্ট্রোলে রেকর্ডকৃত একটি বার্তায় পাইলটকে ব’লতে শোনা

 

 

যায়, ‘আমাদের ‘সঙ্গে একজন ব্যক্তি আছেন যিনি ককপিটের ই’ঞ্জিন বন্ধ করার চেষ্টা চালি’য়েছেন। কিন্তু এই মুহূর্তে আমার পেছনে কো’নো হট্টগোলের শব্দ শোনা যাচ্ছে’ না। আমার মনে হয় তাকে নিবৃত করা হয়ে’ছে।’

উল্লেখ্য, মাঝ আকাশে বিমানের ভেতর এমন কাণ্ড ঘটলেও এর কিছুই টের পাননি যাত্রীরা। তারা যেন আতঙ্কিত হয়ে না পড়েন সেজন্য বিষয়টি যাত্রীদের কাউকে জানানো হয়নি। এর বদলে বলা হয় মেডিকেল ইমার্জেন্সির জন্য বিমানটি জরুরি অবতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *