মহানবীকে নিয়ে কটূক্তি, আদালতে তাওবা পড়ে আসামির জামিন

মহানবী হজরত মোহাম্মদ (স.)-এর শানে কটূক্তির মামলায় ইমামের মাধ্যমে আদালতেই তাওবা করে জামিন পেয়েছেন এক ব্যক্তি।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে বলেন, এক ব্যক্তি ফেসবুকে আল্লাহর নবীর শানের ও মানের বিরুদ্ধে লিখেছেন। এ বিষয় আহলে সুন্নাত ওয়াল জামাতের এক ব্যক্তি তার বিরুদ্ধে বোয়ালখালি থানার একটি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করেন। সেই মামলায় তিনি কারাগারে ছিলেন। তার পরিবারের পক্ষ থেকে জামিন আবেদন করা হয়। সেই মোতাবেক মঙ্গলবার জামিন শুনানির দিন ধার্য ছিল।

তিনি আরও বলেন, আসামির আত্মীয়স্বজন আদালতে এসে কান্নাকাটি করছিলেন। পরে মামলার বাদীর সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে জানান, অভিযুক্ত একজন সিজোফ্রেনিয়া রোগী। এ সংক্রান্তে তার গত ২০ বছরের চিকিৎসাপত্রও দেখিয়েছেন। তারা আপসের জন্যও আসেন। তবে নবীর শানে কথা বলায় এ বিষয়ে বিচারের প্রয়োজনীয়তা রয়েছে। আসামির পরিবারের সদস্যদের পরামর্শ দিয়ে বলি, যেন একজন এলেমদার মুফতি থেকে এ বিষয়ে পরামর্শ এনে দেন। এ বিষয়ে কি করা যেতে পারে তার যেন বিষদ বিবরণ চায়। পরে তারা একজন মুফতি থেকে একটি সিদ্ধান্ত নিয়ে আসেন। সেই অনুযায়ী শুনানির সময় আদালত মসজিদের পেশ ইমাম সাহেবকে নিয়ে আসি। অভিযুক্তকে লকাপ থেকে বের করে অজু করিয়ে আদালতের সামনেই ইমাম সাহেবের মাধ্যমে তওবা করিয়ে কালিমা পড়ানো হয়।

পরে তার অসুস্থতার কথা বিবেচনায় নিয়ে আদালত তাকে জামিন দেন বলে জানান জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *