সিলেটের গোয়াইনঘাটে একটি মসজিদের পুকুর থেকে ইমাম মওলানা আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ জামে মসজিদে (বড়) এ ঘটনা ঘট
মাওলানা আলাউদ্দিনের গ্রামের বাড়ি গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের কুনকিরি গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সঙ্গে মসজিদে ইমামতি করে আসছিলেন।
স্থানীয়রে সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মক্তবের শিশুদের ছুটি দেন মাওলানা আলাউদ্দিন উদ্দিন। শিশুদের ছুটি দেওয়ার পর ইমামের খাবারের টিফিন নিয়ে আসেন মক্তবে পড়ুয়া দুই শিক্ষার্থী। শিশুদের টিফিন রেখে চলে যাওয়ার কথা বলে ইমাম মসজিদের পুকুরে গোসলে নামেন। মসজিদের পুকুর ঘাটে মাওলানা আলাউদ্দিনের কাপড়চোপড় দেখে পরবর্তীতে সেখানে গোসল করতে আসা মানুষরা ইমামকে খোঁজাখুঁজি করেন।
তাকে কোথাও না পেয়ে বিষয়টি পুকাশ জামে মসজিদ (বড়) পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ সেলিম আহমদকে জানান তারা। পরে তিনি স্থানীয়দের সাহায্যে মসজিদের পুকুর থেকে ইমামের মরদেহ উদ্ধার করেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ জামে মসজিদের ইমাম আলাউদ্দিনের মরদেহ মসজিদের পুকুর থেকে স্থানীয়রা উদ্ধার করে গোয়াইনঘাট থানায় খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহালের প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।