সদস্যসচিব রফিকুল আলম মজনু, ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আগামী মঙ্গলবার রাজধানীর থানায়-থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
আজ রোববার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, যেখানে মামলা হলে কোর্টে হাজির হই, তবে কেন আতঙ্ক ছড়ানো হচ্ছে। বিএনপির অধিকাংশ নেতা জামিনে থাকা সত্ত্বেও তাদের আটক করা হচ্ছে। বিএনপি কি নিষিদ্ধ দল! আওয়ামী লীগ চেয়েছিল ক্যাসিনো যুবলীগের মাধ্যমে বিএনপিকে দমন করতে। তাদের সোনার ছেলেরা সারা দেশে সন্ত্রাস সৃষ্টি করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার প্রমুখ।
এর আগে গতকাল শনিবার মধ্যরাতে ঢাকা দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিনকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে আজ রোববার তাঁকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ