ভারতের হিমাচলে বন্যা-ভূমিধসে প্রাণহানি ৬০

ভারতের হিমাচল প্রদেশে চলমান প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৬০ জনে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। প্রশাসনের আশঙ্কা, সময়ের সাথে মৃতের সংখ্যাও বাড়বে। খবর হিন্দুস্তান টাইমসের।

গত ২৪ ঘণ্টায়, পূণ্যভূমি হিসেবে পরিচিত ঋষিকেশে সর্বোচ্চ ৪২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত লিপিবদ্ধ করা হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া অধিদফতরের তথ্য অনুসারে, পুরো দেশে এটি রেকর্ড। বুধবারও (১৬ আগস্ট) সারাদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। ভয়াবহ ভূমিধসের আশঙ্কায় ‘চার ধাম যাত্রা’র সব কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। সেখানে আটকা পড়েছেন কয়েক হাজার তীর্থযাত্রী।

এ নিয়ে মুখ্যমন্ত্রী সুখভিন্দর সিং সুখু জানিয়েছেন, বন্ধ রাখা ১২০০ রাস্তাঘাটের মধ্যে ৪০০টি খোলা হলেও যোগাযোগ পরিস্থিতির উন্নতি হয়নি। নতুনভাবে সৃষ্ট বন্যা-ভূমিধসে ধ্বংস হয়েছে রাজ্যটির ৯ হাজার ৬০০ ঘরবাড়ি-স্থাপনা। চলতি বর্ষা মৌসুমে প্রাকৃতিক দুর্যোগে ২৯০ জনের মৃত্যু হয়েছে হিমাচল প্রদেশ।

প্রদেশটির মুখ্য সচিব প্রবোধ সাক্সেনা জানান, দু’দিনের ভূমিধস-বন্যায় প্রাণ হারিয়েছেন ৬০ জন। এখনও অনেকে নিখোঁজ। সিমলায় জোরালো উদ্ধার তৎপরতা চলছে। সেখানে পুরোপুরি ভেঙে পড়েছে শিব মন্দির। অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনী, এরডিআরএফ-এসডিআরএফ ও পুলিশ সদস্যরা।

প্রত্যাশা করা হচ্ছে, আবহাওয়া ভালো থাকলে ধ্বংসস্তূপ সরিয়ে বাকিদের উদ্ধার করা যাবে। তবে কাউকে জীবিত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।নিউজগুলো সবার আগে পেতে আমাদের Telegram এবং WhatsApp জয়েন করুন 👇https://t.me/BartarBazarNews

https://chat.whatsapp.com/JJ0aPiQavfsDbOGfI0CzpE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *