দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে’ বসেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। গত ২৭ মে বিয়ে করলেও তা প্রকাশ্যে আসে গতকাল বৃহস্পতিবার’ রাতে। প্রায় দুই মাস গোপন রাখার পর নিজেই বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন এ নায়িকা। পাত্র আশফাকুর রহমান রবিন। দেশের একটি’ বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানে তিনি বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
রবিন লেখাপড়া করেছেন’ সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। তিনি সেখান থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। পূর্ণিমার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই বিষয়টিকে কেন্দ্র’ করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে। চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ফেসবুকে পূর্ণিমা-রবিন’ দম্পতির বিয়ের ছবি পোস্ট করে লিখেছেন ভাবিনি কখনও যাবে চলে এভাবে আমাকে একা ফেলে।
স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি’ একা কেঁদে কেঁদে ক্লান্ত আমি। প্রতিশোধ নেবে নাও আমি বাধা দেব না। একবার বলে যাও’ কেন আমার হলে না? সঙ্গে যুক্ত করেছেন মন খারাপের ইমোজি। ক্যাপশনের নিচে ডান পাশে লিখেছেন তবুও অভিনন্দন। এদিকে পূর্ণিমাকে’ শুভেচ্ছা জানিয়ে জাদের খান লিখেছেন অভিনন্দন। পূর্ণিমার নতুন জীবন সুন্দর হোক। অনেক অনেক’ দোয়া ও শুভকামনা রইল। প্রসঙ্গত ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল’ ফাহাদের সঙ্গে প্রথম বিয়ে হয় পূর্ণিমার। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যাসন্তানের মা হন। তার মেয়ের নাম’ আরশিয়া উমাইজা।