ব্রিকসে শেখ হাসিনা-মোদির বৈঠক চূড়ান্ত হয়নি

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুরু হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার সম্ভাবনা থাকলেও তা এখনো নিশ্চিত করা হয়নি।

দেশ দুটির প্রধানমন্ত্রীদের মধ্যে কোনো বৈঠক হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াটরা বলেছেন, প্রধানমন্ত্রী মোদি দক্ষিণ আফ্রিকায় কোন কোন দ্বিপাক্ষিক বৈঠক করবেন তার কিছুই এখনো চূড়ান্ত হয়নি। হলেই সেটা আপনারা জানতে পারবেন। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, জোহানেসবার্গে তাদের বৈঠক না হলেও সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে যখন জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনে বিশেষ আমন্ত্রিত হিসেবে শেখ হাসিনা দিল্লিতে আসবেন তখন দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলাদা বৈঠকের সম্ভাবনা থাকবে।

এদিকে ভারত-বাংলাদেশ নিয়ে একটি ইস্যু সম্প্রতি আলোচনায় এসেছে। একাধিক সংবাদমাধ্যমে রিপোর্ট বেরিয়েছে যে বাংলাদেশে আমেরিকার ভিসা-নীতি ও কূটনৈতিক সক্রিয়তা নিয়ে ভারত তাদের আপত্তির কথা ওয়াশিংটনকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।

এই ইস্যুতে ভারতের অবস্থান আসলে কী, এ বিষয়ে পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াটরা কোনো জবাব দেওয়ার আগেই মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী তখন নিজের মাইক অন করে বলেন, এগুলো আসলে প্রায় তাত্ত্বিক বা কাল্পনিক বিষয়।

২২ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস জোটের যে শীর্ষ সম্মেলন শুরু হবে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত অর্থনৈতিক জোট ‘ব্রিকসে’ বাংলাদেশ যে নতুন সদস্য হিসেবে যোগ দিতে ইচ্ছুক, সে কথা ইতিমধ্যেই তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।

তবে ভারতের অবস্থান ঠিক কী, সেটা তারা এখনো খোলাসা করেনি। এমন কী কোন কোন দেশকে তারা সমর্থন করবে সেটাও এখনও কিছু জানায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *