বিচারপতিদের পদত্যাগ চেয়ে তাঁরা বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বিনষ্ট করতে চান: অ্যাটর্নি জেনারেল

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে নিজেদের ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে বক্তব্য দেওয়ায় দুই বিচারপতির পদত্যাগ দাবিতে আবারও বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এর আগে গতকাল রোববার আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠা, ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার, স্বৈরাচারী সরকারের পতন এবং শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারকদের পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট। গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে দুই বিচারপতির পদত্যাগ দাবি করে কর্মসূচি ঘোষণা করে আইনজীবী ফোরাম।

আইনজীবীদের এমন বিক্ষোভ ও প্রতিবাদের সমালোচনা করে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেছেন, ‘তাঁদের (বিএনপিপন্থী আইনজীবী) এই প্রতিবাদ উদ্দেশ্যপ্রণোদিত।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘তাঁরা রাজনৈতিক কারণে এটা করছেন। তাঁরা চেষ্টা করছেন আদালতের পরিবেশ বিনষ্ট করতে। যারা এসব করছেন তাঁরা চাচ্ছেন না এ দেশের সাধারণ মানুষ বিচার পাক। তাঁরা চান না বিচারব্যবস্থা সঠিকভাবে পরিচালিত হোক। তাঁরা এখানে সমস্যা সৃষ্টি করে অসাংবিধানিকভাবে কোনো কিছু করার চেষ্টা করছেন। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বিনষ্ট করার অপচেষ্টার জন্য আন্দোলন করা হচ্ছে।’

আজ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘আজকে যা দেখছি তাতে বিচারব্যবস্থা প্রায় ধ্বংসের দিকে চলে গেছে। এটা কারও কাম্য নয়। কারণ সারা দেশের মানুষ সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে থাকে। যারা শপথ নিয়ে রাজনীতি করতে চান তাঁরা দয়া করে পদত্যাগ করে রাজনীতির মাঠে চলে যান। বিচার বিভাগ থেকে পদত্যাগের অনেক ব্যবস্থা আছে।’

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘যখন বলা হয়, প্রধান বিচারপতিকে নামিয়ে দিয়েছিলাম, তখন কোথায় যায় ভাবমূর্তি? এই দেশে অনেক অন্যায় হচ্ছে গত ১৫ বছরে। অনেক অবিচার হচ্ছে। খালেদা জিয়ার সাজা ৫ থেকে ১০ বছর করা হয়েছে। তারেক রহমান নিম্ন আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছেন। এখানে এসে ১০ বছরের সাজাপ্রাপ্ত হয়েছেন। আমরা এ জন্য কোনো বিচারপতির পদত্যাগ চাইনি। খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আইনিভাবে এর মোকাবিলা করব। আজকে ১৮ কোটি মানুষের দাবি, যারা, বিচারপতিরা “শপথবদ্ধ রাজনীতিবিদ”, তাঁদের পদত্যাগ করতে হবে। কারণ তাঁরা যে বিচার করবেন তা বিচারের নামে প্রহসন হবে।’

বিক্ষোভ সমাবেশে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের সহ–আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটির সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলসহ বিএনপি সমর্থক শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *