বিকেল থেকে বন্ধ এনআইডি কার্ড

সার্ভার কক্ষ স্থানা,’ন্তরের কাজ ‘চলাকা’লীন টানা ৬৪ ঘণ্টা বন্ধ থাক বে জাতীয়’ পরিচয়পত্র (‘এনআইডি) সেবা। বৃহস্পতি’বাcর (২৬ অক্টোব’র) বি কেল ৫টা’ থেকে এ সেবা বন্ধ হবে’। বুধবার ইসি’ জানিয়েছে, বৃহ’স্পতিবার বিকেল

 

 

৫টা থেকে ২’৮ অক্টোবর রা’ত পর্যন্ত টানা ‘৬৪ ঘণ্টা এনআ’ইডি সেবা ব’ন্ধ থাকবে। এ সময়ে ‘সার্ভার, নেটওয়া’র্কিং ডিভাইস ও স্টো’রেজসহ সব’ ইকুইপমেন্ট মূলকক্ষে’ স্থানান্তর ক’রা হবে। মূলত এ’সব কারণেই সার্ভার/

 

 

নেটও’য়ার্ক সংক্রান্ত সব সার্ভিস বন্ধ থাক’বে।জনা গেছে, সার্ভার ক’ক্ষ স্থানান্তর শে’ষে আগামী রো’ববার (২৯ অক্টোবর) স’কাল ৯টা থেকে ‘সার্ভিসগুলো ‘পুনরায় চালু করা হ’বে।নির্বাচন ক”মিশনের সিস্টেম এ’নালিস্ট মামুনুর

 

 

হোসেন ‘জানান, সার্ভার কক্ষ স্থানান্তরে’র কাজ চলাকালীন এনআই’ডি সেবা বন্ধ থা’কবে। সার্ভার ‘কক্ষ স্থানান্তরসহ সংশ্লিষ্ঠ’ কাজে ৬৪ ঘণ্টা সম’য় লাগবে।এর ‘আগে সার্ভার রক্ষণা’বেক্ষণের জন্য এন’আইডি সেবা ১৯ ‘সেপ্টেম্বর

 

 

সকাল থে:কে ২০ সেপ্টে:ম্বর দুপুর ২টা পর্য:ন্ত বন্ধ ছিল।তারও ‘আগে সাইবার হামলা’র শঙ্কায় ১৪ আ:গস্ট রাত ১২টায় ‘এনআইডি সার্ভা’র বন্ধ করা হয়ে’ছিল। টানা ৩৮ ঘণ্টা ব’ন্ধ থাকার পর ‘১৬ আগস্ট দুপুর ‘আড়াইটায় আবার

 

 

চালু করা ‘হয়।ইসি সূত্রে জা’না গেছে, এনআ’ইডির তথ্যভা ন্ডারে প্রা’য় ১২ কোটি ভোটারে’র কমবেশি ৩০ ধরনের ব্যক্তিগত cতথ্য আছে।

 

c ১৭১টি সরকারি-‘বেসরকারি প্রতিষ্ঠান ‘ ইসির এই তথ্য’ভান্ডার থেকে ‘প্রতিনিয়ত তথ্য যাচাই-সংক্রান্ত’ সেবা নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *