বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেলে ক্ষমতা ছেড়ে দেবে আ.লীগ

বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বিএনপি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে ক্ষমতা ছেড়ে দেবে আওয়ামী লীগ।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট সরকারি কলেজ অডিটরিয়ামে ইউসিবি ব্যাংক আয়োজিত কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষ হত্যা করে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করে, সংবিধানকে না মেনে কোনো কিছু করলে দেশের জনগণ তা মেনে নেবে না। স্বাধীনতাবিরোধীরা দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে তাদের প্রতিহত করার জন্য দেশের মানুষ প্রস্তুত আছে। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, দেশকে যারা আবারও পাকিস্তানি ভাবধারায় নিয়ে যেতে চায়, সেই কুচক্রী মহলের আশা কোনোদিনও পূরণ হবে না বলেও মন্তব্য করেন সমাজকল্যাণমন্ত্রী।

লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউসুফ আলীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম, ইউসিবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহ আলম ভুঁইয়া, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, মিডিয়া ব্যক্তিত্ব (বিটিভি) রেজাউল করিম সিদ্দিক ও ব্যাংকের লালমনিরহাটের হাতিবান্ধা শাখা ব্যবস্থাপক আহসানুজ্জামান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *