বাংলাদেশ ইস’লামী আন্দোলন এর ‘নায়েবে আমির মুফতি সৈয়দ ফ’য়জুল করীম চরমোনাই ‘বলেছেন, বিএনপি ও আমাদের ‘লক্ষ্য এক, তা হলো বর্ত’মান সরকারের পদত্যাগ।
বিএনপির স’ঙ্গে আমাদের ঐক্য হ’বে কিনা তা সময়ই বলে দেবে। দা’বি আদায়ে বিএনপির ‘সঙ্গে এক হয়ে আন্দোলন হতেও পারে”, কারণ আমাদে’র দাবিতে ঐক্য আছে।
শনিবার (২৮ অ’ক্টোবর) বিকেলে লা’লমনিরহাটের হাতীবান্ধা উপজেলা’য় ইসলামী আন্দোলন বাংলা’দেশ আয়োজনে সুধী সমাবেশে ‘যোগ দেওয়ার আগে ‘স্থানীয় সাংবাদিকদের
প্রশ্নের জবা বে এসব কথা বলেন ‘মুফতি সৈয়দ ফয়জুল করীম।বি’এনপির ডাকা হরতাল ‘প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, বি’এনপি যে দাবিতে হ’রতাল দিয়েছে তা যেন পূরণ
হয়। বিএন’পির সমাবেশে হাম’লা চালিয়ে পুলিশ মানবাধি’কার লঙ্ঘন করেছে। এটা’ সংবিধান ও দেশ বিরোধী।এদি’কে ইসলামী আন্দোলন’ বাংলাদেশ আয়োজিত
সমাবেশে পুলিশ বাধা দিলে তারা’ স্থানীয় একটি মসজিদে সুধী স’মাবে’শ করেন। পরে সুধী’ সমাবেশ শেষে লালমনি’রহাট ত্যাগ করেন বাংলা’দেশ
ইসলামী আন্দোলন এর নায়েবে ‘আমীর মুফতি সৈয়’দ ফয়জুল করীম চরমো’নাইসহ তার ‘সফর সঙ্গীরা।