বাবার মৃ’ত্যুর ৪ ঘণ্টা পর মা’রা গেলেন ছেলে, একসঙ্গে জানাজা

কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের চাঁদের হাসি গ্রামে চার ঘণ্টার ব্যবধানে মারা গেছেন বাবা-ছেলে। তাদের জানাজা হয়েছে একসঙ্গে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (২৯ মে) ভোরে নিজ বাড়িতে মারা যান ওমর ছিদ্দিক (৮৫)। এর চার ঘণ্টা পর সকাল ৮টায় মারা যান তার ছেলে হারুন অর রশিদ (৪৫)।

জানা যায়, কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের চাঁদের হাসি গ্রামের ওমর ছিদ্দিক বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। সোমবার ভোর চারটায় নিজ বাড়িতে মারা যান। বাবার মৃত্যুর ৩০মিনিট পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হারুন অর রশিদ। তিনিও দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বাবার মৃত্যুর পর হঠাৎ অসুস্থ হওয়ায় তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় তার মৃত্যু হয়।

দানাপাটুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ মিয়া বাবা-ছেলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জোহরের নামাজের পর চাঁদের হাসি গ্রামের ঈদগাহ মাঠে একসঙ্গে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *