বাইডেনের সেলফি দেখে বিএনপির নেতাকর্মীদের চোখ মুখ শুকিয়ে গেছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর সাথে মার্কিন প্রেসিডেন্টের সেলফি দেখে নেতাকর্মীদের চোখ মুখ শুকিয়ে গেছে। বন্ধ হয়েছে দলটির লাফালাফি। অভিযোগ করেন, ড ইউনুসের কাঁধে ভর করে আবারও সুশীল সরকারের স্বপ্ন দেখছে বিএনপি। কিন্তু সেদিন আর আসবে না বলেও মত দেন ওবায়দুল কাদের।

রবিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবলীগের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ সময় সংগঠনে খারাপ লোকদেরও অন্তর্ভুক্ত না করতে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। বলেন, দলে গুটি কয়েক খারাপ মানুষ শেখ হাসিনার অর্জন ম্লান করছে৷

  • সায়মা ওয়াজেদের ভিজিটিং কার্ড চেয়ে নিয়েছেন বাইডেন : পররাষ্ট্রমন্ত্রী
  • আত্মসমর্পণ করলেন বিএনপি নেতা
  • এসময় কথা বলেন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জো বাইডেনের সেলফির বিষয়ে। তার মতে, এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে বিএনপি তাকিয়ে থাকলেও এখন আর সে আশাও রাখতে পারছে না দলটি।

    ড ইউনুসের পক্ষে বিবৃতি কিনে নেয়ার অভিযোগ আনেন ওবায়দুল কাদের। বলেন, আবারও ওয়ান ইলেভেনের মতো সরকারের স্বপ্ন দেখছে বিএনপি। তবে সে আশা পূরণ হবে না। মত ওবায়দুল কাদেরের।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন, দেশের সত্তর ভাগ মানুষ তাদের দলের পক্ষে রয়েছে। জানান, বিএনপিকে না বলে দিয়েছে দেশের সাধারণ মানুষ।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *