বহিষ্কারের পর ছাত্রলীগ নেতা বললেন, ‘আলহামদুলিল্লাহ’

দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য শোক প্রকাশ করায় পাবনার ভাঁড়ারা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শেখ রকিকে বহিষ্কার করেছে পাবনা জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে তাকে বহিষ্কার করা হয়।

যদিও বহিষ্কারের একদিন আগে অর্থাৎ বুধবার (১৬ আগস্ট) রাতেই ফেসবুকে পোস্ট দিয়ে দলীয় পদ থেকে পদত্যাগ করেন ওই ছাত্রলীগ নেতা।

এ সময় তিনি লিখেন, ‘প্রিয় ভাঁড়ারা ইউনিয়নবাসী। মুসলমান হয়ে একজন মুসলমান মারা যাওয়াতে যদি আমি ‘ইন্না-লিল্লাহ’ বলতে না পারি, ওই সংগঠন আমার দরকার নেই। আমি নিজ ইচ্ছায় আজ থেকে ভাঁড়ারা ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।’

  • সাঈদীর মৃত্যুতে ইন্না-লিল্লাহ বলাতে আপত্তি, ছাত্রলীগ কর্মীর পদত্যাগ!
  • এদিকে বহিষ্কারের পর ফেসবুক পেজে শেখ রকি লিখেন, ‘আলহামদুলিল্লাহ’।

    এ বিষয়ে যোগাযোগ করা হলে ভাঁড়ারা ইউনিয়ন ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শেখ রকির সঙ্গে। তিনি বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পরে শোক জানিয়ে তাৎক্ষণিক ফেসবুকে পোস্ট দেই। শুধু তাই নয় আমরা যে চারজন একসঙ্গে ছাত্রলীগের রাজনীতি শুরু করি ওরাও সাঈদী সাহেবের জন্য শোক জানিয়ে পোস্ট দেয়। এসব পোস্ট নিয়ে আপত্তিকর দেখা দিলে ওদের তিনজনকে বহিষ্কার করা হয়। এরপর নেতাকর্মী বলতে লাগল আমাকেও নাকি বহিষ্কার করা হবে। চিন্তা করলাম বহিষ্কার করলে কেমন হয়, এর আগে নিজে থেকে পদত্যাগ করি। এজন্য আমি ভাবনা চিন্তা করেই বহিষ্কারের ২১ ঘণ্টা আগে পদত্যাগ করেছি।

  • সাঈদীর মৃত্যুতে শোক ছাত্রলীগের আরও ৫০ নেতা-কর্মী বহিষ্কৃত
  • অন্য কোনো দলের সঙ্গে যুক্ত হবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটা পরবর্তী কোনো সিদ্ধান্তে জানানো হবে। আপাতত অন্য কোনো চিন্তা নেই।’

    One thought on “বহিষ্কারের পর ছাত্রলীগ নেতা বললেন, ‘আলহামদুলিল্লাহ’

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *