গ্রিসের মধ্যাঞ্চলে চলমান বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। নিখোঁজ রয়েছেন আরো চার জন। উদ্ধারকর্মীরা হেলিকপ্টার ও নৌকায় করে শত শত মানুষকে প্লাবিত গ্রাম থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে।
বৃষ্টি ঝড়ের কারণে সৃষ্ট বন্যা প্রতিবেশী বুলগেরিয়া এবং তুরস্কেও আঘাত হানে, মঙ্গলবার বৃষ্টি শুরু হওয়ার পর থেকে তিনটি দেশেই মোট ২২ জন নিহত হয়েছেন।
গ্রিসে, বৃষ্টির ঝড় স্রোতকে প্রচণ্ড প্রবাহে পরিণত করেছে যা বাঁধ ফেটে গেছে, রাস্তা ও সেতু ভেসে গেছে এবং সমুদ্রে গাড়ি ছুড়ে দিয়েছে এবং প্লাবিত এলাকাগুলোর অনেকগুলো বিদ্যুৎ বা পানীয় জল ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে যে কিছু অঞ্চলে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে এথেন্সের বার্ষিক গড় বৃষ্টিপাতের দ্বিগুণ বৃষ্টিপাত হয়েছে।
গ্রিসে গত ৭৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঝড় ড্যানিয়েলের আঘাতে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে দেশটির কৃষিপ্রধান থেসালির ছোট ছোট বাড়িঘরগুলো ভেসে গেছে ও রাস্তাঘাটগুলো জলপথে পরিণত হয়েছে। নদীগুলো ফুলে-ফেঁপে উঠেছে, বাঁধগুলো এবং সেতুগুলো ভেঙে গেছে।