ফ্রিল্যান্সিং (মুক্ত পেশাজীবী) এবং স্বল্পমেয়াদী চুক্তিভিত্তিক কাজের চাহিদা ব্যাপকহারে বেড়ে গেছে সংযুক্ত আরব আমিরাতে। কারণ অনলাইনে কাজের এই ক্ষেত্র কর্মীর পাশাপাশি নিয়োগকর্তা উভয়ের জন্যই লাভজনক হিসেবে দেখা হচ্ছে। মানবসম্পদবিষয়ক (এইচআর) পরামর্শদাতা এবং নিয়োগকারীদের মতে, সংযুক্ত আরব আমিরাতে প্রযুক্তি এবং ব্যবসায়িক পরামর্শ খাতে অভিজ্ঞতা বেশি সংখ্যক নতুন ও অভিবাসীরা আসছেন যারা অনেক বেশি ফ্রিল্যান্স এবং স্বল্পমেয়াদী চুক্তিভিত্তিক কাজের দিকে ঝুঁকছেন। এদের অনেকে প্রতি মাসে ৪০ হাজার দেরহাম আয় করে থাকেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ লাখ টাকা। খবর গালফ নিউজ।
এক্সিকিউটিভ সার্চের ম্যানেজিং ডিরেক্টর নাথান কার্নির মতে, কোম্পানি এবং নিয়োগকর্তারা এখন `আপনি নিয়োগের আগে যাচাইবাছাই চেষ্টা করুন` পদ্ধতি বেছে নিয়েছেন। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নতুনরা তাদের স্বল্প-মেয়াদী চুক্তিগুলোকে পূর্ণ-কালীন কর্মসংস্থানে পরিণত করার সম্ভাবনাকে কাজে লাগাতে চাইছেন। তাই চূড়ান্ত নিয়োগের আগে এক বা দুই বছরের জন্য ফ্রিল্যান্স জগতকে চাকরি খোঁজার স্থান হিসেবে দেখছেন।
কেয়ারনি বলেন, কোম্পানিগুলোর দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি দেওয়ার আগে প্রতিভা মূল্যায়নে নমনীয়তা প্রয়োগ করা দরকার। এক বছর আগের তুলনায় সংযুক্ত আরব আমিরাতের ফ্রিল্যান্স এবং স্বল্পমেয়াদী কাজের ভিসা ও চাকরির বাজারে ব্যাপক পরিবর্তন এসেছে। যা শ্রমিক এবং স্থানীয় সংস্থাগুলোর জন্য অনেক সুবিধা নিয়ে এসেছে।
উদাহরণ স্বরূপ বলা হয়, গ্রাফিক ডিজাইনে স্বল্পমেয়াদী চুক্তিভিত্তিক কর্মীরা প্রতি ঘণ্টায় ৪০ থেকে ১৫০ দেরহাম আয় করতে পারেন। এবং যারা ব্যবসায়িক পরামর্শের জায়গায় থাকেন তারা প্রতি মাসে ৩০ হাজার দেরহাম থেকে ৪০ হাজার দেরহাম আয় করতে পারেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ লাখ টাকা।
Advertisement
পেশাদাররা ফ্রিল্যান্সিংয়ের অন্তর্নিহিত নমনীয়তায় মুগ্ধ হচ্ছেন। আর কোম্পানিগুলো স্বল্প-মেয়াদী কর্মী নিয়োগের মাধ্যমে খরচ কমিয়ে রাখতে চাইছেন।
রিমোটপাসের সিইও এবং সহপ্রতিষ্ঠাতা কামাল রেগগ্যাড বলেন, “ফ্রিল্যান্সারদের সংখ্যা এবং স্বল্পমেয়াদী চুক্তিতে নিয়োগ বছরের পর বছর লক্ষণীয়ভাবে বাড়ছে। কারণ নিয়োগকর্তারা প্রতিভার সন্ধানে এশিয়া, আফ্রিকা এবং মেনা অঞ্চলকে অনেক গুরুত্ব দিচ্ছেন। এর সহ-প্রতিষ্ঠাতা।
এই অঞ্চলগুলো প্রায় সাত লাখ ৭০ হাজার দক্ষ প্রযুক্তিবিষয়ক পেশাদারদের উর্বর অঞ্চল হিসেবে দেখছে। অনেক কোম্পানি একে প্রতিভার স্বর্ণখনি ব্যবহার করতে আগ্রহী। তিনি বলেন, ফ্রিল্যান্সার পেমেন্ট প্রায়ই কোম্পানির নিয়মিত বেতন দেয়ার প্রক্রিয়ার সঙ্গে দেয়া হয়ে থাকে। কখনও কখনও ফ্রিল্যান্সাররা প্রায় সঙ্গে সঙ্গে পেমেন্ট বা পারিশ্রমিক প্রত্যাশা করে থাকেন।
বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন।