প্রিগোজিন ছাড়াও বিধ্বস্ত বিমানে আর কারা ছিলেন?

রাশিয়ার মস্কোর টিভের অঞ্চলে একটি বেসরকারি বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সব আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) বিকেলে মস্কোর টিভের অঞ্চলের কুজেনকিনো গ্রামের কাছে ১০ আরোহী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়।

বুধবার বিকেলে বিমানটি মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ শহরে যাচ্ছিল। পথিমধ্যে টিভের অঞ্চলের কুজেনকিনো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে ১০ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে তিন জন ক্রু সদস্য। এ দুর্ঘটনায় ১০ জনের সবাই মারা গেছেন।

বিধ্বস্ত হওয়া এই বিমানে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনও ছিলেন বলে জানিয়েছে রুশ সরকারি বার্তা সংস্থা তাস। প্রিগোজিন ছাড়াও এই বিমানের যাত্রী তালিকায় নাম রয়েছে দিমিত্রি উটকিনের। তিনি ওয়াগনারের গ্রুপের কমান্ডার ও সহ-প্রতিষ্ঠাতা। ওয়াগনারের উপপ্রধান ভ্যালেরি চেকালভও এই বিমানে ভ্রমণ করছিলেন। এ ছাড়া যাত্রী তালিকায় সের্গেই প্রপুস্টিন, ইভজেনি মাকারিয়ান, আলেকজান্ডার টোটমিন ও নিকোলে মাতুসিভের নাম রয়েছে।

রুশ জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে নিহত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর তল্লাশি অভিযানে ইতি টানে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *