প্রধানমন্ত্রী চাইলে রাজনীতিতে আসতে চান জায়েদ খান

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক জায়েদ খান। সিনেমার পাশাপাশি ‌‘চলচ্চিত্র শিল্পী সমিতি’ নিয়ে বেশ সরব এই নায়ক। টানা দুইবার নির্বাচিত হয়েছেন শিল্পী সমি’তির সাধারণ সম্পাদক। তৃতীয়বার এই পদে চিত্রনায়িকা নিপুণের সঙ্গে আইনি ঝামেলায় আটকে গেছে তার সাধারণ সম্পাদক পদ।

এদিকে সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে এ নায়কের। সেখানে তিনি আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। এরইমধ্যে তার বক্তব্যের এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে জায়েদ খান বলেন, মাননীয় প্রধান’মন্ত্রী যদি মনে করেন জায়েদ খানকে রাজনীতির জন্য কোনো আসনের দরকার সেক্ষেত্রে আমি নির্বাচনের জন্য প্রস্তুতি নেব।

তিনি আরো বলেন, আমি ঢাকা বিশ্ব’বিদ্যালয়ে ছাত্র রা’জনীতি করেছি আর সিনে’মায় যে পলিটিক্স তা আর নরমাল রাজনীতিতে নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *