নয়াদিল্লি : আগামী ১৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। কিন্তু, তালিভুক্ত হয়নি কোনও বিষয়সূচি বা আলোচ্যসূচি। এমনই বিষয় উত্থাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিঠি দিলেন সনিয়া গাঁধী।
আজ পাঠানো সেই চিঠি কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী লিখেছেন, “অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা ছাড়াই বিশেষ এই অধিবেশন আহ্বান করা হয়েছে। এই অধিবেশনের আলোচ্যবিষয় কি তা নিয়ে কোনও ধারণাই আমার নেই। আমাদের যা জানানো হয়েছে তা হল, পাঁচ দিন সরকারি কাজের জন্য বরাদ্দ করা হয়েছে।”
এর পাশাপাশি সনিয়া গাঁধী প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন, কেন্দ্র-রাজ্য সম্পর্ক, সাম্প্রদায়িকতা, মণিপুরের পরিস্থিতি এবং চিনের সঙ্গে সীমান্ত দ্বন্দ্বের মত বিষয়গুলি নিয়ে বিশেষ অধিবেশনে আলোচনা হোক। তিনি লেখেন, “আমি আন্তরিকভাবে আশা করি যে গঠনমূলক সহযোগিতার ভাবন থেকে এই বিষয়গুলি নিয়ে আসন্ন বিশেষ অধিবেশনে আলোচনা করা হবে।”