সিলেটে বিএনপির’ অবরোধের প্র’থম দিনে পুলিশের ধাওয়া খেয়ে সড়ক দুর্ঘটনা’য় এক যুবদল কর্মী নি’হত হয়েছেন। নিহত যুবদল কর্মীর’ নাম জিল্লুর’ রহমান। সে গোলাপগঞ্জের
মদনগৌরি’ এলাকার এলাইছ ‘মিয়ার ছেলে।মঙ্গলবার (৩১ অক্টোবর) ‘দু’পু’রে দক্ষিণ’ সুরমার রশিদপুরে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, ঢাকা-সি’লেট মহাসড়কের লালাবাজারে
অবরোধে”র সমর্থনে পি’কেটিং করে পালানোর সময় মোটর সাইকেল দুর্ঘটনায় মারা ‘গেছেন তিনি।এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানারc ওসি শাম’সুদ্দোহা কালবেলাকে বলেন,
পিকেটিং ক’রার সময় আ’ইনশৃঙ্খলা বাহিনী দেখে দ্রুত গতিতে পা ‘লিয়ে যাওয়ার স’ময় সড়ক দুর্ঘটনায় আহত হন জিল্লুর। প রে স্থানীয়রা তাকে আ’হত অবস্থায় ওসমানী
হাসপাতা’লে নিয়ে গেলে ডাক্তার’রা থাকে মৃত ঘোষণা করেন।