বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাবুবাজারের ৮তলা লায়ন টাওয়ারের সপ্তম তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদুল খালিদ জানান, বাবুবাজারের লায়ন টাওয়ারের ৭ম তলায় কাপড়ের গোডাউন রয়েছে। সেখানে রাত ৯টায় আগুন লাগে। খবর পেয়ে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট পাঠানো হয়। তারা ৯টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৯টা ৩৮ মিনিটে আগুন সম্পূর্ণরূপে নির্বাপিত হয়।
প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।