পদযাত্রায় গিয়ে বিএনপি নেতার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির পদযাত্রায় যোগ দিতে গিয়ে মোহাম্মদ মিয়াচাঁন (৫৭) নামের এক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে পদযাত্রায় যোগ দিতে যাওয়ার পথে পৌরশহরের কাউতলি স্টেডিয়াম মার্কেটের সামনে তিনি স্ট্রোক করেন। মিয়াচাঁন জেলার বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের মৃত মালু মিয়ার ছেলে। তিনি চরইসলামপুর ইউপির ৫নং ওয়ার্ডের বর্তমান সদস্য ও তিনবারের চরইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি।

বিজয়নগর উপজেলা যুবদলের সদস্য সচিব লিটন মুন্সি বলেন, কাউতলি থেকে প্রায় ২০০ লোকের একটি মিছিল নিয়ে পদযাত্রায় যোগ দিতে সরকারি কলেজের সামনে আসার পথে কাউতলি স্টেডিয়াম মার্কেটের সামনে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সবাই তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্ট্রোকজনিত কারণে তিনি মারা গেছেন বলে চিকিৎসক জানান।

জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ.বি.এম মোমিনুল হক জানান, সকালে পদযাত্রায় অংশ নিতে মিয়াচাঁন মেম্বার বিজয়নগর থেকে আসা মিছিলের সাথে আসেন। পরে শহরের কাউতলী এলাকায় এসে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রেকে ভারতের বার্তা, যা বললেন ফখরুল
  • এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে ব্রাহ্মণবড়িয়ায় পদযাত্রা করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। শনিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির দুটি পক্ষ পৃথকভাবে এ কর্মসূচি পালন করেন। দুপুরে শহরের সরকারি কলেজের সামনে থেকে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের নেতৃত্বে পদযাত্রা কর্মসূচি শুরু হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টি. এ রোডে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ছাড়াও একই দাবিতে বিএনপির অপর পক্ষ সকালে শহরের শিমরাইলকান্দি এলাকা থেকে একটি পদযাত্রা কর্মসূচি করে। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ।

    সভায় বক্তারা, দ্রুত একদফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *