তীব্র শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে মরক্কো। যতদূর চোখ যায়, শুধু ধ্বংসস্তূপ। তার পাশে অসহায়ের মতো আর্তনাদ করছেন সব হারানো মানুষজন। শুক্রবার দিনের শেষের দিকে ভয়াবহ ভূমিকম্পে সেখানে সরকারি হিসাবে অন্তত ২৯৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অসংখ্য মানুষ। এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বিপুল পরিমাণ মানুষ। তাদের পরিণতি কী হয়েছে তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
সবখানে ভবন ধসে পড়েছে। বড় শহরগুলোর মানুষজন বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে খোলাস্থানে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিহতের বর্তমান সংখ্যা প্রাথমিক পর্যায়ের। এ সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে।
মরক্কোর জিওফিজিক্যাল সেন্টার জানিয়েছে, ‘হাই এটলাস’-এর ইঘিল এলাকায় ৭.২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। ভূমিকম্পের কেন্দ্র ছিল মারাকেশের ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ১৮.৫ (১১.৫ মাইল) কিলোমিটার গভীরে।
মরক্কো স্বরাষ্ট্র মন্ত্রণালয় মৃতের সংখ্যা সম্পর্কে তাদের টেলিভিশন বিবৃতিতে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয় বলছে, ভূমিকম্পটি আল হাউজ, ওয়ারজাজেট, মারাকেচ, আজিলাল, চিচাউয়া এবং তারউদান্ত প্রদেশে আঘাত করেছে।
সংবাদমাধ্যম রয়টার্সের খবরে প্যান-আরব আল-আরাবিয়া নিউজ চ্যানেলের বরাত দিয়ে জানিয়েছে, এক পরিবারের পাঁচজন নিহত হয়েছে। তবে এই সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মারাকেচের ৪৩ বছর বয়সী হাউদা হাফসি বলেন, চান্ডেলিয়ারটি ছাদ থেকে পড়ে যায় এবং আমি দৌড়ে বেরিয়ে যাই। আমি এখনও আমার বাচ্চাদের সাথে রাস্তায় আছি এবং আমরা ভয় পাচ্ছি।