নবজাতকের কান্নার কারণ জানাবে ফিলিস্তিনি কিশোরীর উদ্ভাবিত অ্যাপ

ক্ষুধা, ব্যথা নাকি অন্য কোন কারণে কাঁদছে শিশু, তা মায়েদের জানিয়ে দেবে অ্যাপ। মূলত নবজাতকের কান্নার কারণ জানতে বেশ বেগ পেতে হয় বাবা-মাকে। তাদের এই সমস্যার সমাধান দেবে ফিলিস্তিনি কিশোরীর উদ্ভাবিত অ্যাপটি। কান্নার কারণ জানানোর পাশাপাশি এই সফটওয়্যার দেবে তার সমাধানও। খবর রয়টার্সের।

কখন ঠিক কী কারণে কাঁদছে শিশু, তা বুঝতে পারাটা রীতিমত কষ্টসাধ্য বিষয়। অবশ্য কঠিন এই সমস্যার সহজ সমাধান বের করেছেন ফিলিস্তিনের এক কিশোরী। অদ্ভুত শোনালেও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এমনই এক অ্যাপ বানিয়েছে পশ্চিম তীরের জেনিন শহরের বাসিন্দা লায়লি খাতিব। মাত্র ১৫ বছর বয়সী এই কিশোরী তার সফটওয়ারের নাম দিয়েছেন ‘দ্য মাদারহুড গাইড’।

ফিলিস্তিনি অ্যাপ ডেভেলপার লায়লি খাতিব বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে ‘দ্য মাদারহুড গাইড’ অ্যাপ্লিকেশনটি। কান্নার শব্দের মাধ্যমে শিশুর প্রয়োজন বোঝার জন্যই এটি বানিয়েছি আমি। এই অ্যাপ মাকে জানাবে তার সন্তান কেন কাঁদছে এবং এ পরিস্থিতিতে কী করা উচিৎ তার। অন্য সব অ্যাপ্লিকেশন থেকে এটি আলাদা।

শিশুর কান্নার কারণ জানাবে অ্যাপটি। ছবি: রয়টার্স

মূলত, ছোট্ট দুই যমজ বোন সামলাতে নিজের মায়ের কষ্ট দেখে ২০১৯ সালে অ্যাপ বানানোর পরিকল্পনা করেন লায়লি। অনলাইন কোর্সে শেখেন কোডিং। যদিও সফল হতে হতে বড় হয়ে গেছে তার সেই দুই বোন। তবে এখন ছোট ভাইয়ের ক্ষেত্রে তার মা ব্যবহার করছেন এটি।

শুন্য থেকে ১৮ মাস বয়সী শিশুদের কান্নার কারণ জানাতে সক্ষম লায়লির অ্যাপ। কান্নার শব্দ রেকর্ড করার পর তা এআই’এর মাধ্যমে বিশ্লেষণ করা হয়। এরপর অ্যাপ জানায় তার কারণ ও সমাধান। লায়লির দাবি, শতকরা ৯৩ ভাগ সঠিক ফলাফল দেয় এটি।

জন্মের পর কথা শেখার আগ পর্যন্ত কান্নার মাধ্যমেই শিশু তার মনের ভাব প্রকাশ করে থাকে। অনেক সময় শিশুর কান্নার কারণ জানতে মা-বাবাকে হতে হয় গলদঘর্ম। ফিলিস্তিনি কিশোরীর উদ্ভাবিত অ্যাপটি শিশুর কান্নার কারণ জানাবে। মা-বাবাদের জন্য এটা স্বস্তির খবরই বটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *