নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি।

দেশব্যাপী তারুণ্যের সমাবেশের পর আবার মাঠে নামছে বিএনপি’র তিন অঙ্গ-সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এবার ঢাকার বাইরে পাঁচ বিভাগে যৌথভাবে ‘তারুণ্যের রোডমার্চ’ করবে সংগঠন তিনটি।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে চলমান আন্দোলনে তরুণদের ব্যাপক হারে সম্পৃক্ত করতে এই উদ্যোগ নিয়েছে বিএনপি। এই রোডমার্চের একটি খসড়া তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।

আজ সোমবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ বিষয়টি চূড়ান্ত হবে। যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল সূত্রে এ তথ্য জানা গেছে।

খসড়া তালিকা অনুযায়ী, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তারুণ্যের এই রোডমার্চ অনুষ্ঠিত হওয়ার কথা। ১৬ সেপ্টেম্বর রংপুর থেকে সৈয়দপুর দশ মাইল হয়ে দিনাজপুর, ১৭ সেপ্টেম্বর বগুড়া থেকে সান্তাহার-নওগাঁ হয়ে রাজশাহী, ২১ সেপ্টেম্বর ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া- হবিগঞ্জ- মৌলভীবাজার হয়ে সিলেট, ২৬ সেপ্টেম্বর ঝিনাইদহ থেকে যশোর- নোয়াপাড়া হয়ে খুলনা এবং ৩০ সেপ্টেম্বর কুমিল্লা থেকে ফেনি-মিরসরাই হয়ে চট্টগ্রাম পর্যন্ত এই রোডমার্চ হবে।

  • রাজধানীতে বিমান হামলা, নিহত অন্তত ৪০
  • এডিসি হারুনকাণ্ডে ক্ষুব্ধ ছাত্রলীগ. চুপ দুই নেতা
  • যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পর্যায়ের দুইজন নেতা কালবেলাকে বলেন, যারা নতুন ভোটার হয়েছে তারা বিগত দুটি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। নতুন এই ভোটারদের ভোটের অধিকারের দাবিতে এর আগে আমরা ছয় বিভাগে তারুণ্যের সমাবেশ করেছি। সেসব সমাবেশে আমরা তরুণদের ব্যাপক সাড়া পেয়েছি। যা আমাদেরকে নতুন কর্মসূচি গ্রহণে উৎসাহিত করেছে। এবার আমরা একই দাবিতে ঢাকার বাইরে তারুণ্যের রোডমার্চ করার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে এই কর্মসূচির একটা খসড়া সিডিউল করা হয়েছে। দু-একদিনের মধ্যে বিএনপির তরফ থেকে তা চূড়ান্ত করা হবে।

    এর আগে দেশের ছয় বিভাগে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠিত হয়। গত ১৪ জুন চট্টগ্রামে সমাবেশের মধ্য দিয়ে ওই কর্মসূচি শুরু হয়। ২২ জুলাই ঢাকায় হয় সর্বশেষ তারুণ্যের সমাবেশ। ওই সমাবেশ থেকে একদফা দাবি আদায়ে ২৮ জুলাই ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছিল বিএনপি।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *