দুই মেয়েকে ধর্ষণ, ২৩৪টি বেত্রাঘাতসহ ৭০২ বছরের কারাদণ্ড বাবার

দুই মেয়েকে ধর্ষণের দায়ে মালয়েশিয়ায় এক ব্যক্তিকে ২৩৪টি বেতের আঘাতসহ ৭০২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) অনুসারে, ৫৩ বছর বয়সী এই ব্যক্তি ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৩০ বার মেয়েদের ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত হয়েছে। ভুক্তভোগী মেয়েদের বয়স এখন ১২ ও ১৫ বছর।

দেশটির জোহর রাজ্যের মুয়ারের দুটি বাসভবনে এই জঘন্য কর্মকাণ্ড সংঘটিত হয়।


এমনকি যৌন নির্যাতনের ফলে এক কন্যা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
গুরুতর অপরাধের কারণে প্রসিকিউশন কঠোর শাস্তির জন্য চাপ দিয়েছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতে বলা হয়, এই ঘটনায় শিশু দুটি আজীবন মানসিক যন্ত্রণায় ভুগবে। এই কৃতকর্মের জন্য ওই ব্যক্তি অনুশোচনা প্রকাশ করে এবং কম শাস্তির আবেদন করে।

কিন্তু বিচারক তার আবেদন খারিজ করে দিয়েছেন। বিচারক জোর দিয়ে বলেন, এটি অত্যন্ত গুরুতর অপরাধ। বিচারক আশা প্রকাশ করেছেন, এই সাজা অপরাধীকে তার কর্মের বিষয়ে ভাবাবে এবং তার করা গুরুতর ভুল থেকে শিক্ষা নেবে। সাজাপ্রাপ্ত ব্যক্তি নিজেই তার অন্যায় স্বীকার করে বলেছেন, ‘আমি আমার কৃতকর্মের শাস্তি মেনে নিচ্ছি।

  • সাঈদীর মৃত্যুতে শোক ছাত্রলীগের আরও ৫০ নেতা-কর্মী বহিষ্কৃত

  • শিশু যৌন অপরাধীদের ক্ষেত্রে এ ধরনের দীর্ঘ কারাদণ্ড মালয়েশিয়ার আইনি ব্যবস্থায় অস্বাভাবিক নয়। সম্প্রতি একই রকম আরেকটি মামলায় জোহরের একজন ব্যক্তিকে তার ১৫ বছর বয়সী মেয়েকে যৌন নিপীড়ন ও ধর্ষণের জন্য ২১৮ বছরের কারাদণ্ড এবং ৭৫টি বেতের আঘাতের শাস্তি দেওয়া হয়।

    সূত্র : এনডিটিভি

    One thought on “দুই মেয়েকে ধর্ষণ, ২৩৪টি বেত্রাঘাতসহ ৭০২ বছরের কারাদণ্ড বাবার

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *