দাঁত, মুখ, নাক ভেঙেছেন, এইবার ফাঁসি দেন

ছাত্রলীগের দুই নেতাকে থানায় নিয়ে মারধর এবং পরবর্তীতে নানা নাটকীয়তা নিয়ে উত্তাল সামাজিক যেগাযোগমাধ্যম। সেখানে চলছে নানা বিশ্লেষণ, উঠছে নানা প্রশ্ন। বিষয়টি নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যম আরও একটি পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) খোকন তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘আসেন,আমরা এইবার আজিজ, নাঈম, এবং মুনিমের ফাঁসি চাই। তদন্তের আগেই পুলিশ বলেই দিয়েছেন যে তারা আগে পুলিশের গায়ে হাত দিয়েছে। তাদের দাঁত, মুখ, নাক ভেঙেছেন, এইবার ফাঁসি দিয়ে দেন। ষোলোকলা পূর্ণ হবে।

আশরাফুল আলম খোকনের পোস্ট : https://www.facebook.com/ashrafulalam.khokan.5

শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে পুলিশ নির্মমভাবে পিটিয়ে আহত করে বলে অভিযোগ ওঠে। আহত ব্যক্তিরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ।

আশরাফুল আলম খোকন তার এই পোস্টটির ঘণ্টা চারেকে আগে আরেকটি পোস্ট দিয়েছিলেন। তাতে তিনি লেখেন, ‘চ্যানেল আইতে পুলিশ কর্মকর্তা সানজিদার সাক্ষাৎকার দেখার পর কিছু প্রশ্ন মনে আসল- ‘আপনি অসুস্থ, আপনার হাজব্যান্ড জানে না, আপনার আরেক বিভাগের স্যার কীভাবে জানে?’ মুহূর্তেই তার পোস্টটি ছড়িয়ে পড়ে।

One thought on “দাঁত, মুখ, নাক ভেঙেছেন, এইবার ফাঁসি দেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *