তিন বছরেই পাওয়া যাবে জার্মানি নাগরিকত্ব

নাগরিকত্বের ব্যাপারে গতকাল বুধবার দেশটির সংসদে এক যুগান্তকারী আইন পাস করেছে জার্মান সরকার। জার্মানির বর্তমান কোয়ালিশন সরকার, জার্মান ভাষায় যাকে বলে আম্পেল বা ট্রাফিক সিগনাল সরকার নাগরিকত্ব নিয়ে নতুন আইন পাস করেছে।

এই নতুন আইনে কিছু নিয়মের মধ্যে কেউ তিন বছর জার্মানিতে স্থায়ীভাবে বসবাস করলে সে জার্মান নাগরিক হওয়ার অধিকার পাবেন বলে উল্লেখ করা হয়েছে। যা বিগত দিনে ছিল আট বছর ও ক্ষেত্র বিশেষে পাঁচ বছর ।

তবে নাগরিকত্ব পেতে হলে সবাইকে জার্মান ভাষায় দক্ষ হতে হবে মানে কম হলেই B1 লেভেল সমমানের জার্মান ভাষা শেখার সনদ থাকতে হবে, লাইভ ইন জার্মানি (জার্মানি আইনকানুনের সাধারণ ধারণা) ও সরকারি কোনো সাহায্য ছাড়া নিজের ওপর নিজে অর্থনৈতিকভাবে নির্ভরশীল হতে হবে।

এ ছাড়া কোনো মামলায় দোষী হলে বা জেল জরিমানা হলেও ক্ষেত্র বিশেষে নাগরিকত্ব অধিকার তার থাকবে না বা পাবে না।

তবে জার্মানিতে জন্ম নেওয়া শিশু সে জন্মসূত্রে জার্মান নাগরিক হবে তবে বাবা-মা একজন জার্মান বা তিন বছরের অধিক সময় স্থায়ীভাবে বসবাস করেন এবং কোনো কোনো ক্ষেত্রে বাবা-মায়ের একজনের জার্মানির স্থায়ী ভিসা আছে। যা আগে ছিল পাঁচ বছর।

নতুন আইনে যে কোনো বিদেশি দ্বৈত নাগরিকত্বও রাখতে পারবেন। এখানে জন্ম নেওয়া বড় হয়ে ১৮ বছর পর তার পছন্দমতো চাইলে বাবা বা মায়ের নাগরিকত্ব নিতে পারবেন । চ্যান্সেলর ওলাফ সোলস বলেন শিক্ষিত ও দক্ষ বিদেশিদের সুযোগ দিতে তাদের এই পদক্ষেপ।

উল্লেখ্য, গত এক বছরেই জার্মান সরকার বিবাহ বা পারিবারিক সূত্রে ৭১,১০০ জনকে জার্মানিতে স্থায়ীভাবে বসবাসের ভিসা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *