ড. ইউনূস আসল চরিত্র উন্মোচিত করেছেন।

ড. মুহাম্মদ ইউনূসের বিচার কার্যক্রম স্থগিতের আহ্বান জানিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা হয়েছে। বিদেশিদের কোনো পরামর্শ গ্রহণ করা হবে না। তাদের সঙ্গে সুর মিলিয়ে যারা কথা বলবে তারাও রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী সাব্যস্ত হবে। হস্তক্ষেপ করতে গিয়ে ড. ইউনূস তার আসল চরিত্র উন্মোচিত করেছেন। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি) আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সংগঠনের সাধারণ সম্পাদক ড. বদরুজ্জামান ভূঁইয়ার সঞ্চালনায় আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মনীন্দ্র কুমার রায়, পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কাজী সাইফুদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের প্রভোস্ট তৌহিদা রশীদ প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া অনুষ্ঠানে স্টেট বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ারুল কবির স্বাগত বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান বলেন, এ দেশের সঙ্গে অন্য কোনো দেশের তুলনা চলে না। আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুর হতে চাই না। আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশ হতে চাই।

ড. আব্দুল মান্নান চৌধুরী বলেন, দেশের বিরুদ্ধে হস্তক্ষেপ করতে গিয়ে ড. ইউনূস তার আসল চরিত্র উন্মোচিত করেছেন। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে একটি সাবধান বাণী উচ্চারণ করতে চাই। বিদেশিরা তো করেছে, দেশের যারা এসবে জড়িত থাকবে, তারাও রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী সাব্যস্ত হবে। বিবৃতি দেওয়া নোবেল বিজয়ীদের মধ্যে ১৪ জন শান্তিতে পাওয়া। তারা আমাদের দেশে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *