ডিসি-এসপিরা আওয়ামী লীগের বাবা: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের আমলে সবখানে শুধু দলীয়করণ আর দলীয়করণ। এখনকার ডিসি আর এসপিদের কথা শুনে মনে হয়, তারা আওয়ামী লীগের বাবা। গতকাল বুধবার দুপুরে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিল-পূর্ব বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই সরকার নীলনকশা অনুযায়ী কাজ শুরু করেছে। এদের একমাত্র লক্ষ্য, যেমন করে হোক তাদের ক্ষমতায় থাকতেই হবে। এজন্য তারা প্রশাসন নিয়ন্ত্রণ করছে, সব ক্ষেত্রে দলীয়করণ করছে। ঠিক নির্বাচনের আগে আগে গোটা দেশে ডিসি-এসপি, ইউএনও-ওসি সব পরিবর্তন করে তাদের মতো করে সাজাচ্ছে। তাদের কথা যারা শুনবে, শুধু তাদের এই জায়গায় নিয়ে আসবে। তিনি আরও বলেন, কুমিল্লার নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন অর্থমন্ত্রীর জন্য এক অনুষ্ঠানে ভোট চেয়েছেন। ক্ষমতাসীন দল যে সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে, এটাই তার প্রমাণ। চাকরিতে প্রবেশের সময় নেওয়া শপথ ভঙ্গ করে আমলাদের অনেকেই এখন আওয়ামী লীগের কর্মী।

মির্জা ফখরুল আশঙ্কা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচনও যদি আওয়ামী লীগ নিয়ে যেতে পারে, তাহলে আমাদের নেতাকর্মীদের কচুকাটা করবে। তাই তিনি দলীয় নেতাকর্মীদের জীবন বাজি রেখে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার অসুস্থতার কথা তুলে ধরে তার জন্য দোয়া চাইতে গিয়ে কেঁদে ফেলেন মির্জা ফখরুল। তিনি বলেন, খালেদা জিয়া বর্তমান আইনে জামিনযোগ্য ও মুক্তি তার প্রাপ্য। কিন্তু তাকে জামিন দেওয়া হয় না। তিনি এখনো অন্তরীণ। তিনি অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর দিন গুনছেন। দোয়া করি, আল্লাহতাআলা যেন আমাদের নেত্রীকে সুস্থ করে দেন। তার হায়াত দারাজ করেন। তিনি বলেন, বিএনপির আমলে আওয়ামী লীগের কোনো সিনিয়র নেতাকে অকারণে জেলে যেতে হয়নি। এমনকি তাদের সাধারণ সম্পাদককেও কোনো দিন জেলে যেতে হয়নি। তাদের দলের প্রধান শেখ হাসিনাকেও জেলে যেতে হয়নি। অথচ আমার বিরুদ্ধেই ১০০-এর ওপরে মামলা। বিএনপি চেয়ারপারসন দীর্ঘ ৫ বছর ধরে কারাগারে আছেন।

যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সদ্যপ্রয়াত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সাঈদী একজন আন্তর্জাতিক মানসম্পন্ন আলেম ছিলেন। তার বিচার আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে হয়নি।

পরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিলে অংশ নেন মির্জা ফখরুল। এতে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি নুর করিম, আল মামুন আলম, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, জাফরুল্লাহ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

নিউজগুলো সবার আগে পেতে আমাদের Telegram এবং WhatsApp জয়েন করুন 👇https://t.me/BartarBazarNews

https://chat.whatsapp.com/JJ0aPiQavfsDbOGfI0CzpE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *