ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে প্লেনে করে ভ্রমণ করলেন এক স্কুল সভাপতি।
প্লেন ভ্রমণ করা ব্যক্তিরা হলেন, শিক্ষার্থী আব্দুল আজিজ মোল্লা (১৭) ও তার বোন এবং উপজেলার জাবেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম শহিদুল ইসলাম বাবলু।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বাবলু ঘোষণা দেন ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় যারা জিপিএ-৫ প্রাপ্ত হবেন তাদের পরিবারসহ ঢাকা-যশোর প্লেনে ভ্রমণ করাবেন। এবার জাবেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট থেকে আব্দুল আজিজ মোল্লা নামের একজন শিক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্ত হন। পরে স্কুলের সভাপতির ঘোষণা অনুযায়ী ইউএস বাংলা এয়ারলাইনস বিমানে ছাত্রের মা-বাবা ভ্রমণে রাজি না হওয়ায় শিক্ষার্থী আজিজ ও তার বড়বোন রুমি সুলতানাকে নিয়ে প্লেন ভ্রমণে যান তিনি।
শিক্ষার্থী আব্দুল আজিজ মোল্লা জানান, ‘পরীক্ষার আগে সভাপতি ঘোষণা দিয়েছিলেন। এবার তিনি তার কথা রেখেছেন। জীবনের প্রথম প্লেনে চড়েছি। খুব ভালো লেগেছে।’
সভাপতি এস এম শহিদুল ইসলাম বাবলু শিকদার জানান, এবার এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের একজন ছাত্র জিপিএ-৫ পেয়েছেন। আমার ঘোষণা অনুযায়ী তাকে ও তার পরিবারের সদস্যদের নিয়ে ভ্রমণের আয়োজন সম্পন্ন করি। তার পরিবারের অন্য সদস্যরা ভ্রমণে ইচ্ছুক না হওয়ায় ছাত্র ও তার বড় বোনকে নিয়ে আমার নিজস্ব অর্থায়নে প্লেনে ভ্রমণ করি।