জামায়াতের চার নেতা-কর্মীকে হত্যা

জামায়াতে ইসলা’মী অভিযোগ ক’রেছে, বিগত কয়েক দিনে ‘চোরাগোপ্তা’ ‘হামলা চালি’য়েছে তাদের চার নেতা–কর্মীকে হত্যা’ করা হয়েছে। এ’ ছাড়া গুরুতর আহত

হয়েছেন ১৬ ‘নেতা–ক’র্মী। শুক্রবার এক বিবৃতি দিয়ে জামায়াতে ইসলামী ম”হাসচিব (ভারপ্রাপ্ত) এ টি এম মা’ছুম অ’ভিযো’গ করেন, গতকাল নাটোরের সিংড়ায়

জামায়াত নে’তা ‘আবদুর রাজ্জাককে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়। ‘এ ‘টি এম মা’ছুম বলেন, আবদুর রাজ্জাক জুমার’ নামাজ’ শেষে তাঁর বাড়ি ফিরছিলেন।

পথে সাত থেকে’ আ’টজন দুর্বৃত্ত উপজেলার কালিগঞ্জ কলেজের পাশে ‘অপে’ক্ষমাণ একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয়। পিটিয়ে : তাঁ’র হাত-পা ভেঙে মারাত্মকভাবে

জখম করে রাস্তার পা:শে’ ফেলে চলে যায়।পৃথক এক বিজ্ঞপ্তিতে জামায়া’তে ই’সলামী অভিযোগ করেছে, গত ২৯ অক্টোবর থেকে’ ‘রাজশাহী, ভোলা ও রংপুরে তাদের চার

নেতা-কর্মীকে’ হ’ত্যা করা হয়েছে। সর্বশেষ গত রোববার হত্যা করা হয় ‘রংপু’রের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ’ চে’য়ারম্যান মাহবুবুর রহমানকে।বিজ্ঞপ্তিতে

জানানো হয়, ‘গতকাল’ জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ সংগঠনের আরও ৪১ জ’ন ‘নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৫ অক্টো’ব’র থেকে জামায়াতের ১

হাজার ৯৭৭ জনকে গ্রেপ্তা’র ‘করা হয়েছে। এ সময়ে পুলিশ ও ক্ষমতাসীনদের হাম’লায়’ প্রায় চার শ জন আহত হয়েছেন।সরকারের দমন-‘পী’ড়ন এবং গ্রেপ্তারের নিন্দা

ও প্রতিবাদ জানিয়ে এ’ টি’ এম মা’ছুম বলেন, দেশে গণতন্ত্র ও মানবাধিকার ‘প্র’তিষ্ঠিত না হওয়া পর্যন্ত চলমান এই অবরোধ কর্ম’সূ’চি অব্যাহত রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *