জাতীয় নির্বাচনে মনোনয়নের আশায় উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

আগামী দ্বাদশ ‘জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে পদত্যাগ করেছেন টাঙ্গাইলের গোপালপুর ‘উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ‘ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। বুধবার (১১ অক্টোবর) ‘তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সদ্য

পদত্যাগকারী ‘চেয়ারম্যান ও টাঙ্গাইল-২ আসনের ‘আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. ইউনুছ ‘ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, ‘আমি গত নির্বাচনে ‘আওয়ামী লীগের মনোনয়ন ‘প্রত্যাশী ছিলাম কিন্তু চেয়ারম্যান ‘পদ থেকে পদত্যাগ না করায় আমাকে মনোনয়ন

দেয়নি। ভূঞাপুর-গোপালপুরের ‘জনগণ আমাকে এমপি ‘হিসেবে দেখতে চায়। ‘জনগণের চাপের কারণে তফসিল ঘোষণার আগেই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।’ ‘তিনি আরও বলেন, ‘আমার দীর্ঘ বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা এবার ‘আমাকে মনোনয়ন দেবেন।,

গোপালপুর-ভূঞাপুর আসন ‘থেকে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনাকে নৌকা উপহার দেব। ‘এই দুই উপজেলাকে স্মার্ট, মডেল ও সন্ত্রাসমুক্ত ‘উপজেলা হিসেবে গড়ে তুলব।’ ‘স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামীম আরা রিনি বলেন!,

গোপালপুর’ উপজেলা পরিষদের চেয়ারম্যান ‘পদত্যাগের জন্য স্থানীয় সরকার বিভাগের বরাবর আবেদন করেন। ‘পরে মন্ত্রণালয় তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন। ‘উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

উপজেলার পরিষদের প্যানেল ‘চেয়ারম্যান মীর রেজাউল হক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘হিসেবে দায়িত্ব পালন করবেন। ‘গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ‘উপজেলা পরিষদের তিনবারের ‘নির্বাচিত চেয়ারম্যান মো. ‘ইউনুছ ইসলাম ‘তালুকদার ঠান্ডু।

তিনি টাঙ্গাইল-২ ‘(গোপালপুর-ভূঞাপুর)’ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ ‘নির্বাচনে আওয়ামী লীগের ‘দলীয় মনোনয়ন প্রত্যাশী। তিনি গত ১৭ সেপ্টেম্বর উপজেলা ‘পরিষদের চেয়ারম্যান পদ থেকে ‘পদত্যাগের জন্য স্থানীয় ‘সরকার বিভাগ বরাবর আবেদন করেন। পরে ৩ ‘অক্টোবর স্থানীয় ‘সরকার বিভাগ উ’পজেলা ‘পরিষদের চেয়ারম্যান পদ ‘শূন্য ঘোষণা করে।

  • ট্রেন দু’র্ঘটনায় নি’হত ৪, আ’হত ৮০
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *