আমেরিকায় পিএইচডি গবেষণারত এবং বুয়েটের সাবেক শিক্ষার্থী তানজিলুর রহমানের এক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে খুলনায় তার মাকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছে রাষ্ট্রসংস্কার আন্দোলন।
মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে রাষ্ট্রসংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির মিডিয়া ও প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দীন হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তানজিলের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তার ষাটোর্ধ্ব বৃদ্ধা মাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইদুল ইসলামের ফেসবুকে দেওয়া একটা পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেওয়ার দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। দুটো ঘটনাতেই সরকারদলীয় অংঙ্গ সংগঠন, রাষ্ট্রের পুলিশ বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি একাকার হয়ে ফ্যাসিস্ট রেজিমের গুণ্ডার ভূমিকায়।
‘ফেসবুকে ছেলের মতপ্রকাশ করার মতো ঘটনার জের ধরে একজন সম্মানিত বয়োজ্যেষ্ঠ মা এবং দেশের নাগরিককে অকারণে পুলিশি জুলুম করা হয়েছে।’
একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিবেকবান শিক্ষকের বিরুদ্ধে তারই প্রতিষ্ঠানের সহকর্মীদের দ্বারা অভিযোগের নামে হেনস্তা করা হয়েছে। দুটি ঘটনা সরকার ও তার দোসরদের ফ্যাসিবাদী গুণ্ডামি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বাংলাদেশের সব পর্যায়ের মানুষের মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চায় রাষ্ট্রসংস্কার আন্দোলন। একইসঙ্গে চলমান এক দফা আন্দোলনে আরও ব্যাপকভাবে যুক্ত হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানায় রাষ্ট্রসংস্কার আন্দোলন।