রাজধানীর ওয়ারীর টিকাটুলিতে ছেলের ওপর অভিমান করে মোছা. লাভলী ইয়াসমিন (৪৫) নামে নারী গলায় ফাঁস দিয়া আত্মহত্যা করেছেন। শনিবার (২ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী সবুর খান বলেন, তুচ্ছ বিষয় নিয়ে আমার স্ত্রী লাভলী ও বড় ছেলের মধ্যে ঝগড়া হয়। পরে ছেলের ওপর অভিমান করে লাভলী নিজ কক্ষে গিয়ে সিলিংফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। এরপর জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি বরিশালে। ওয়ারী টিকাটুলি হাটখোলা এলাকায় ভাড়া থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ঘোষণার পর মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়। পরে ওয়ারী থানা পুলিশ ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করে।