ছাত্রলীগের নেতাকর্মীরা সাঈদীর মৃত্যুতে শোক জানালে সাংগঠনিক ব্যবস্থার হুমকি সাদ্দামের

ছাত্রলীগের যে সকল নেতাকর্মী সাঈদীর মৃত্যুতে শোক জানিয়েছে ছাত্রলীগ তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যলায়ের মধুর ক্যান্টিন চত্ত্বরে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত দেশজুড়ে সিরিজ বোমা হামলার প্রতিবাদে আয়োজিত পদযাত্রা কর্মসূচির শুরুতে এ মন্তব্য করেন সাদ্দাম।

তিনি বলেন, বিএনপি যে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক তা প্রমাণিত হয়েছে। জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াতকে মোকাবেলা করতে রাজপথে থাকবে ছাত্রলীগ। আর বাংলাদেশ ছাত্রলীগে অনুপ্রবেশকারীদের ব্যাপারেও ব্যবস্থা নেয়া হবে। এরইমধ্যে আমাদের বেশ কিছু ইউনিট এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ এ ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবে।

পরে, একটি মিছিল ক্যাম্পাস ঘুরে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয়। সেখানেই সমাবেশ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, মহানগর ছাত্রলীগসহ রাজধানীর বিভিন্ন কলেজ ছাত্রলীগের নেতারা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *