চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা ভারতের

আসন্ন এশিয়া কাপের জন্য চমকে ভরা ১৭ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। রোহিত শর্মাকে অধিনায়ক করে ঘোষিত দলে ফিরেছেন ওপেনার লোকেশ রাহুল ও মিডলঅর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার। এ ছাড়াও প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া বাঁহাতি মিডল অর্ডার ব্যাটার তিলক ভার্মা।

সোমবার (২১ আগস্ট) দিল্লিতে ভারত দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচক অজিত আগারকার। একসঙ্গে আলোচনার পরেই নতুন মুখ তিলক ভার্মাকে নিয়ে ১৭ সদস্যের এশিয়া কাপের দল ঘোষণা করেন সাবেক এই ভারতীয় পেসার।

আসন্ন এশিয়া কাপের মাধ্যমে রাহুল, আইয়ার ছাড়াও ভারত দলে ফিরেছেন জাসপ্রিত বুমরাহ ও প্রসিধ কৃষ্ণা। এই দুই পেসার এরই মধ্যে চোট কাটিয়ে ফিরেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ দিয়ে। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রামে থাকা মোহাম্মদ শামিকেও ফেরানো হয়েছে এশিয়া কাপের।

আগামী ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। শ্রীলঙ্কার ক্যান্ডিতে মুখোমুখি হবে বিশ্ব ক্রিকেটরে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

এশিয়া কাপের ভারত স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঈশান কিষান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণা।

স্টান্ড বাই খেলোয়াড়: সঞ্জু স্যামসন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *