গাদ্দাফিকে হত্যা করতে দেওয়া মারাত্মক ভুল ছিল : ইতালি

লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি। ছবি : রয়টার্স
লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা করতে দেওয়াটা পশ্চিমা বিশ্বের মারাত্মক ভুল ছিল বলে মন্তব্য করেছেন ইতালির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টিনিও তাজানি।

দেশটির উত্তর তুসকান উপকূলে ভার্সিলিয়ারা মিডসামার ফোরামের এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। বুধবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইতালির সংবাদ সংস্থা আনসা।

তাজানি বলেন, ২০১১ সালে আরব বসন্তের সময় গাদ্দাফিকে হত্যা করা হয়। তাকে হত্যার সুযোগ দেওয়াটা পশ্চিমাদের মারাত্মক ভুল ছিল। তার মৃত্যুর ফলে উত্তর আফ্রিকার জাতির মাঝে কয়েক বছর ধরে সংঘাত চলছে।

তিনি আরও বলেন, তিনি যদিও গণতন্ত্রের রক্ষক ছিলেন না, তবে তার মৃত্যুর পর লিবিয়া ও আফ্রিকায় রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হয়। এটি একটি মারাত্মক ভুল ছিল।

উল্লেখ্য, ২০১১ সালে ২০ অক্টোবর আরব বসন্ত চলাকালে বিদ্রোহীদের হাতে ধরা পড়েন মুয়াম্মার গাদ্দাফি। এর কয়েক ঘণ্টার মধ্যে তাকে হত্যা করা হয়। তিনি ১৯৪২ সালের ৭ জুন জন্মগ্রহণ করেন। তার শাসনামলে দেশটিতে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছিল।

One thought on “গাদ্দাফিকে হত্যা করতে দেওয়া মারাত্মক ভুল ছিল : ইতালি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *