গাজীপুরে ১০ ঘণ্টার’ ব্যবধানে দুর্ঘটনায়’ দশজনের মৃত্যু!

গাজীপুরে রোববার (২৪ জুলাই) পৃথক’ পৃথক দুর্ঘটনায় ১০ ঘণ্টার ব্যবধানে ১০ জনের মৃত্যু হয়েছে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল’ সাড়ে ৫টা পর্যন্ত এসব দুর্ঘটনায় ওই ১০ জনের মৃত্যু হয়। পুলিশ ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায় সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুরের শ্রীপুর’ উপজেলার মাইজপাড়া এলাকায় রেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়ে ৪ জনের’ মৃত্যু হয়।

নিহতরা হলেন- ইলিয়াস উদ্দিন (৩৫) ও প্রিয়া আক্তার (২৬)। অন্য দুইজনের নাম’ জানা যায়নি। এরপর বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের টঙ্গী বড় দেওরা চন্ডিতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব (২০) নামে পোশাক’ কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এদিকে দুপুর ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বাসন’ থানার নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় হাজেরা বেগম (৫৫) নামের এক বৃদ্ধ পিকআপ ভ্যানের ধাক্কায়’ মারা গেছেন। অপরদিকে বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী’ থানাধীন বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ হয়।

এসময় মাসুদ হোসাইন (২০) ও রাহুল’ হোসেন (২২) নামে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। পরে বিকেল সাড়ে ৫টার দিকে’ গাজীপুরের হোতাপাড়া এলাকায় একটি কারখানায় দুইজন ইলেকট্রিশিয়ান এসি মেরামত করছিলেন। এ সময় এসি বিস্ফোরণ হয়ে সাগর’ ইসলাম (২৪) ও সোহেল রানা (২৫) নামে ওই দুই ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। এসি বিস্ফোরণে’ তাদের শরীর ঝলসে গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *