গভীর রাতে হোস্টেল থেকে ৮৯ ছাত্রী উধাও!

রাতের বেলা ছাত্রী হোস্টেলে আচমকা সফরে গিয়ে অবাক হয়ে গেল কর্তৃপক্ষ। কেননা ১০০ জন ছাত্রীর মধ্যে আছেন কেবল ১১ জন। বাকি ৮৯ জনের কেউই নেই হোস্টেলে। ভারতের উত্তর প্রদেশের এক ছাত্রী হোটেলে ঘটেছে এমন ঘটনা।

হোস্টেলে ছাত্রী অনুপস্থিতির এ ঘটনায় চারজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, গত সোমবার রাতে কাসতুরবা গান্ধী রেসিডেনশিয়াল গার্লস স্কুলে অভিযান চালান জেলা ম্যাজিস্ট্রেট নেহা শর্মা। তিনি জানান, হোস্টেলে নিবন্ধিত ছাত্রী ১০০ জন। কিন্তু তিনি পেয়েছেন ১১ জনকে। বাকি ৮৯ জন ছাত্রী কোথায় সে বিষয়ে দায়িত্বে থাকা শরিতা সিং কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।

ম্যাজিস্ট্রেট বলেন, ‘এটি দায়িত্বে অবহেলা। ছাত্রীদের আবাসিক স্কুল এভাবে চলতে পারে না।’

গভীর রাতে হোস্টেল থেকে ৮৯ ছাত্রী উধাও!
রাবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রলীগের তিন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার
ওই জেলার শিক্ষা কর্মকর্তা প্রেম চাদ যাদব বলেন—একজন শিক্ষক, হোস্টেল ওয়ারডেন, নিরাপত্তা রক্ষী ও নৈশ পাহারায় থাকা এক প্রান্তীয় রক্ষাদলের সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এ ছাড়াও কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সূত্র NDTV

One thought on “গভীর রাতে হোস্টেল থেকে ৮৯ ছাত্রী উধাও!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *