গভীর রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (১৯ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে এ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক বার্তায় এ তথ্য জানান।
তিনি জানান, প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। রোববার (২০ আগস্ট) গভীর রাত ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করবেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
এর আগে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়ার পর বিএনপির ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি জানান, ‘সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত দলীয় কার্যালয় থেকে যে বের হয়েছে, তাকেই গ্রেপ্তার করা হয়েছে।’
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গত ১৫ বছর ধরে এই আইনশৃঙ্খলা বাহিনী আমাদের নেতাকর্মীদের পেছনে লেগে আছে।
Hjjvccbnv